শুক্রবার (১৪ মে) সকাল ৮ টায় পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদ-উল-ফিতর নামাজের মধ্য দিয়ে ঈদ আনন্দ শুরু হয়।
পুলিশ সুপার কুষ্টিয়া, সিনিয়র অফিসার সহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স স্বাস্থ্যবিধি মেনে জামাতে নামাজ আদায় করেন।
পুলিশ লাইন্স মেসে ২ টায় বড় খানা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া প্রধান অতিথি ও পুনাক কুষ্টিয়ার সভানেত্রী বিশেষ অতিথি হিসেবে বড় খানাতে অংশ গ্রহণ করেন।
পরবর্তীতে কুষ্টিয়া জেলা পুলিশের অফিসার ও তদের পরিবারবর্গ পুলিশ লাইন্সে ঘুরাঘুরি ও ফটোসেশান করে ঈদ আনন্দ উদযাপন করেন। ঈদের দ্বিতীয় দিন শনিবার (১৫ মে) রাত ৮ টায় পুলিশ সুপার কুষ্টিয়া সিনিয়র অফিসার ও পরিবারবর্গদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন।
এ সময় নিমন্ত্রিত অতিথি সহ জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুশিল সুপার, ভেড়ামারা সার্কেল এবং মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল ও পরিবারবর্গ।