কুষ্টিয়ায় পৌঁছেছে করোনা ভ্যাকসিনের টিকা। আজ শুক্রবার সকালে সুরক্ষিত ভ্যাকসিন বহনকারী পিকআপ যোগে ৫ কার্টুন ভ্যাকসিন কুষ্টিয়ায় পৌঁছায়। কার্টুনভর্তি ভ্যাকসিনগুলি কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ষ্টোরে সংরক্ষিত করা হয়েছে। প্রতি কার্টুনে ১২০০ করে মোট ৬ হাজার ভায়াল আছে এতে ৬০ হাজার টিকা রয়েছে এবং প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে ৩০ হাজার মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। আগামী রবিবার ও সোমবার স্বাস্থ্য বিভাগের কর্মী ও ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে আগামী ফেব্রæয়ারী মাসে প্রথমে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতাল, পুলিশ লাইন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের দেওয়া হবে। পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে দেওয়া হবে। ফেব্রুয়ারী মাসে ৩য় সপ্তাহ থেকে ভ্যাকসিন দেওয়া হবে বলে আশা করছেন স্বাস্থ্য বিভাগ।
Posted ৯:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor