সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকের সদস্য ও জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা চেক নিয়ে ১০ আগস্ট কুষ্টিয়া আসছেন দেশবরেণ্য সাংবাদিক নেতা বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও নন্দিত সাংবাদিক নেতা মহাসচিব শাবান মাহমুদ। বেলা সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে এই চেক সাংবাদিকদের মাঝে প্রদান করবেন কুষ্টিয়ার উন্নয়ন ইতিহাসের নির্মাতা, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি থাকবেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। সভাপতিত্ব করবেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস। এছাড়াও
বক্তব্য রাখবেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসান। জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
Posted ৯:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque