কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বিকাল ২.৩০মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়ায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
বইমেলা উদ্বোধন শেষে মেলার স্টল গুলো পরিদর্শন করেন তারা। এ সময় সাহিত্য কোষের প্রোপাইটার আরিফ পারভেজ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও মোঃ খায়রুল আলমের হাতে একটি করে বই উপহার তুলে দেন।
Posted ২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
protidinerkushtia.com | editor