কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।
দোয়া মাহ্ফিল,কেককাটা, আনন্দ শোভাযাত্রাসহ
নানা আয়োজনে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শহরের কালেক্টর চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্ত অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে গণপূর্ত কাযালয়ে দোয়া মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের কুষ্টিয়ার সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫, কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুন্ম-সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান ৷ এসময় কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন৷
Posted ৩:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৭ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor