জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন আজ।
১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহীয়সী নারী। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিষ্ঠুর, বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে তিনি শাহাদাৎ বরণ করেন।
কুষ্টিয়ার জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর শুভ জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আজ (শনিবার) সকাল ১১ টার সময় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্বে ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোঃ সদর উদ্দিন খান, পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আজগর আলী। এ সময় সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ যুবলীগ, ছাত্রলীগের সহ সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor