শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে তিন যুবকের মৃত্যু

মোঃ গোলাম কিবরিয়া (জিবন)

কুষ্টিয়ায়  বিষাক্ত অ্যালকোহল পানে তিন যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় পৃথক পৃথক স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে তিন হিন্দু যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গেলো রাতে এরা অ্যালকোহল পান করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর আজ বুধবার ভোররাতে এদের মৃত্যু হয়।


এরা হলেন, রিপন কুমার ঘোষ (৩২), নিতাই বিশ্বাস(৩৫) ও অনিক বিশ্বাস (২১)। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন বলেন, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ্য হলে মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাসকে প্রথমে রাত ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাসকে রাত ৪টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোর রাত ৪ টা ৪০ মিনিটের দিকে খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ হাসপাতালে আসে। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতের দিকে তিন যুবকই মারা যায়। ময়না তদন্তের জন্য লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জানতে চাইলে, হাসপাতালে মৃতদের আত্মীয় স্বজনজন কেউ মুখ খোলেনি।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, এদের মৃত্যুর বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। ময়না তদন্তের পরেই বোঝা যাবে আসলে এদের মৃত্যু কিভাবে হয়েছে।


Facebook Comments Box


Posted ৪:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!