মোঃ গোলাম কিবরিয়া (জিবন)
কুষ্টিয়ায় পৃথক পৃথক স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে তিন হিন্দু যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গেলো রাতে এরা অ্যালকোহল পান করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর আজ বুধবার ভোররাতে এদের মৃত্যু হয়।
এরা হলেন, রিপন কুমার ঘোষ (৩২), নিতাই বিশ্বাস(৩৫) ও অনিক বিশ্বাস (২১)। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন বলেন, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ্য হলে মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাসকে প্রথমে রাত ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাসকে রাত ৪টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোর রাত ৪ টা ৪০ মিনিটের দিকে খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ হাসপাতালে আসে। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতের দিকে তিন যুবকই মারা যায়। ময়না তদন্তের জন্য লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জানতে চাইলে, হাসপাতালে মৃতদের আত্মীয় স্বজনজন কেউ মুখ খোলেনি।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, এদের মৃত্যুর বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। ময়না তদন্তের পরেই বোঝা যাবে আসলে এদের মৃত্যু কিভাবে হয়েছে।
Posted ৪:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)