শামীম আশরাফ
কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিলের আয়োজন ।
কুষ্টিয়া -১৮-০১-২০২২
আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্বাস উল্লাহ সিকদার এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া আনন্দ টিভি পরিবারের পক্ষ থেকে গতকাল(মঙ্গলবার) বাদ জোহর কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসির কাঙ্গাল হরিনাথ মিলনায়তন হলরুমে এক বিশেষ দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, দৈনিক ঢাকার ডাক ও কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু,দৈনিক নবচেতনা ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এর দপ্তর সম্পাদক এসএম ওয়ালিদুজ্জামান শুভ,দৌলতপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসি এর তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু,সকালের সময় কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া এর প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, দৈনিক আজকালের খবর পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাবিবুর রহমান,বাংলাদেশের আলো পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সুমন,দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরি,দৈনিক সরোজমিন এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি বাদল,কুষ্টিয়া প্রতিদিনের আঃসঃম লাভলু। এছাড়া এসময় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী বক্তা হাফেজ মাওলানা সাইফ আল আজাদ।
Posted ১২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
protidinerkushtia.com | editor