মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ খাইরুল আলম।
শুক্রবার(২৬ মার্চ) সকাল ৬ টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করে ফাতেহা পাঠ করেন তিনি।
পরে জাতির পিতার ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করে ফাতিহা পাঠ করেন।
সকাল সাড়ে ৬ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্তস্তবক অর্পন করে ফাতিহা পাঠ করেন।
সকাল ৭ টায় মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে ফাতেহা পাঠ করেন।
পরে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ শাহাদাৎ বরন কারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত, শান্তি ও সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সহ কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Posted ১:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor