শামীম আশরাফ
কুষ্টিয়ায় বোনের বৌভাত অনুষ্ঠানে যাওয়া পথে ট্রাক চাপায় লাশ হয়ে ফিরলো ভাই
কুষ্টিয়ার খাজানগর দোস্তপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ওই মোটরসাইকেল আরোহী মো. শাকিল (২৫) তার বোনের বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে পোড়াদহের দিকে যাচ্ছিলেন। একদিন আগে শুক্রবার ছোট বোন শারমিন আক্তার শোভার বিয়ে হয় পোড়াদহ এলাকার আশরাফুল ইসলামের সঙ্গে।
নিহত শাকিল এর পিতার নাম শাহ আলম। তার বাড়ি সদর উপজেলার ভাদালিয়া বেলঘড়িয়া গ্রামে। শাকিল এর মামা রানা জানান, আজ দুপুরে বোনের শ্বশুরবাড়ি পোড়াদহে বৌভাতের অনুষ্ঠানে মটর সাইকেল যোগে যাচ্ছিল শাকিল। দুপুরে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় দোস্তপাড়ায় আল বারাক রাইচ মিলের কাছে পৌঁছালে পোড়াদহ রশিদ এগ্রো এর একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আজ দুপুরে বৌভাত অনুষ্ঠান শেষে একমাত্র বোন শারমিন আক্তার শোভা ও বোন জামাই আশরাফুল ইসলাম কে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল শাকিল এর। এই দুর্ঘটনায় অনুষ্ঠান বাড়ি ও শাকিলের বাড়িতে শোকে স্তব্ধ হয়ে গেছে পরিবারের সদস্যরা।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
Posted ৪:৪০ অপরাহ্ণ | রবিবার, ২৯ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor