নিজস্ব প্রতিবেদক
আজ ভোরে কুষ্টিয়া ঝিনাইদহ মহা সড়কের কুমারগাড়া বি আর বি এর সামনে বেপরোয়াগামী মাইক্রোবাসের ধাক্কায় নিজাম উদ্দিন (৬৪) নিহত হয়েছেন।
তিনি বিআরবি এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া বিটিসির পাশের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান ফজরের নামাজ পড়ে প্রতিদিন নিজাম উদ্দিন হাঁটতে বের হতেন।
আজ সকালেও হাঁটতে বেড় হয়েছিলেন। বিআরবি এর সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি বেপরোয়াগামী মাইক্রোবাসে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনা স্থালেই তিনি মারা যান। এ সময় মাইক্রোবাস টি নিয়ে পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন এসে মাইক্রোবাসকে ধরে ফেলে।
পরে পুলিশ এসে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
Posted ৩:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ জুলাই ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)