শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় মাথা গোঁজার নতুন ঠিকানা পেল ১৫৭টি গৃহহীন পরিবার

মোঃ গোলাম কিবরিয়া (জিবন)

কুষ্টিয়ায় মাথা গোঁজার নতুন ঠিকানা পেল ১৫৭টি গৃহহীন  পরিবার

মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পেল কুষ্টিয়ার ১৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনরি উপহার হিসেবে শনিবার ১৫৭টি বাড়ির চাবি ও কাগজপত্র তুলে দেওয়া হয় পরিবারগুলোর সদস্যদের হাতে।


শনিবার সকালে জেলার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসলাম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। এসময় জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহদান প্রকল্পে কুষ্টিয়ায় সর্বমোট ৭ হাজার পরিবার এ বাড়ি পাবেন। শনিবার প্রথম দফায় ১৫৭টি পরিবারকে তাদের বাড়ি বুঝিয়ে দেওয়া হয়।


এর মধ্যে ভেড়ামারা উপজেলায় ১০০টি, সদর উপজেলার একটি ও মিরপুর উপজেলার ৫৬টি পরিবার রয়েছে। এছাড়া আরও ১৮১টি বাড়ি নির্মাণের কাজ শেষের পর্যায়ে।
এদিকে, জমিসহ ঘর পেয়ে খুশি ভূমি ও গৃহহীনরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া মুজিববর্ষে প্রানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকৃৃত ভূমি ও গৃহহীনদের হাতে জমিসহ ঘর বুঝিয়ে দিতে পেরে খুশি জেলা প্রশাসক আসলাম হোসেন।

এদিকে এক সঙ্গে এতো জন গৃহহীন মানুষকে ঘর দেওয়ার ঘটনা বিশ্বে নজীরবিহীন। তাই প্রধান মন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন দেশবাসী।


Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!