কিশোর গ্যাং,সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী,জিকে ও রেলওয়ের জায়গাদখলকারী, দুর্নীতিবাজ ও দালালদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ নভেম্বর -২০২০ সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া এন এস রোডে মানববন্ধনে কুষ্টিয়ার সাংবাদিকসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, দুর্নীতি, মাদক, দালাল ও নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড. আব্দুল বারী, বক্তব্য রাখেন সংগঠনের সাধারন এ্যাড. রফিকুল ইসলাম সবুজ, সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সাকফা’র সাধারণ সম্পাদক রবিউল হক খান,বাংলাদেশ মাদক নির্মুল কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,বনপা’র সভাপতি শেখ নাজমুল হোসেন, সাংবাদিক শ্যামলী প্রমুখ সার্বিক সহযোগীতায় কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাব, দুর্নীতি, মাদক, দালাল ও নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সাকফা’র।
Posted ৮:০২ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | editor