‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে সারা দেশে একযোগে ৬৬ হাজার ১৮৯ টি পরিবারকে একখন্ড জমি গৃহ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে গ্রহহীনদের মাঝে ঘরের চাবি, দলিলসহ ঘরটি ব্যবহারের প্রয়োজনীয় কাগজপত্র সুবিধাভোগিদের বুঝিয়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা। মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের গৃহদান প্রকল্পে কুষ্টিয়ায় সর্বমোট ৩৩৮ ঘর নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ১৫৭ টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। ১৮১ টি ঘর নির্মাণের কাজ চলমান এবং পর্যায়ক্রমে বাকি গুলোর নির্মান কাজ শেষ হবে । সর্বমোট ৩৩৮ ঘর নির্মাণ হবে ।
Posted ৯:২১ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor