কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে প্রায় ২০ যাত্রী আহত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিক জানান, পাবনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা শিকার গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করেছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘর্টনাকবলিত নয়ন ডিলাক্স (ঢাকা মেট্রো-জ-১১-০৯৪৮) বাসটি এখনও ওই স্থানে পুকুরে পড়ে আছে। তবে ড্রাইভার পলাতক আছেন।
উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রুহুল আমীন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদের পানিতে পুরো ডুবে গেছে। খবর পেয়ে আমরা বাসের ভেতর থেকে ৪ জনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করেছি।
Posted ১২:২০ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor