কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক -১
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ২৩ ফেব্রæয়ারি ২০২১ ইং তারিখ দুপুর ১৩.৩০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন নওদা খাঁড়ারা গ্রামস্থ ০৮নং বাড়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইটের রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ট্যাবলেট-১০০ পিছ, যাহার আনুমানিক মুল্য অনুমান (১০০ঢ৫০০)= ৫০,০০০/- (পঞ্চাশ হাজার), মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০২টি ও নগদ ১৫২০/- সহ ০১ জন আসামী মোঃ সুজন আলী (২৭), পিতা-মোঃ শুকুর মালিথা, সাং-নওদা খাঁড়ারা, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Posted ২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor