নিজস্ব প্রতিনিধি
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল অদ্য ০২ মার্চ ২০২১ ইং তারিখ দুপুর ১৩:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ বড়বাজার রেইলগেট এর পূর্ব পাশে আসামী ছবেদ মিয়ার চায়ের দোকানের সামনে ” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১৭ লিটার দেশীয় তৈরী চোলাইমদ, ০২টি মোবাইল ফোন, ০৪টি সীমকার্ড, নগদ ১৫২০/- টাকা সহ ০২ জন আসামী ১। মোঃ ছবেদ মিয়া (৫০), পিতা-মৃত-রইচ উদ্দীন, সাং-কানুবাবুর বাগান বাড়ী (মিলপাড়া) , ২। মোঃ তারিক (৪৫) পিং-মৃত-মন্টু প্রামানিক, সাং-আড়–য়া পাড়া উভয়, থানা-সদর, জেলা-কুষ্টিয়াদ্বয়’কে গ্রেফতার করা হয়।
পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ মার্চ ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)