র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল অদ্য ০৩ মার্চ ২০২১ ইং তারিখ দুপুর ১৪:১৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন ভাদালিয়া পাড়া গ্রামস্থ বটতৈল ভাদালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পূর্ব দিকে বটগাছের নিচে’’একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৩ (তিন) কেজি ৮০০ (আটশত) গ্রাম , যাহার মূল্য অনুমান (৩.৮০০ঢ২০০০০)=৭৬০০০/- (ছিয়াত্তর হাজার) টাকা , ০১ টি মোবাইল ফোন, সিমকার্ড ০২ টি ও নগদ ৫১০/- (পাচঁশত দশ) টাকা সহ ০১ জন ধৃত আসামী মোঃ আলমগীর হোসেন @ বিদ্যুৎ (৩৭), পিতা-মোঃ সামসুল আলম, সাং-সুন্দরপুর, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Posted ১:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৩ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor