নিজস্ব প্রতিনিধি
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল অদ্য ১১ মার্চ ২০২১ ইং তারিখ সন্ধ্যা ১৯.১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর গ্রামস্থ নিমত মন্ডলের মোড় সংলগ্ন জনৈক মোঃ সাহাবুল মন্ডলের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল-১০ বোতল, আনুমানিক মুল্য অনুমান (১০ঢ১০০০)= ১০,০০০/- (দশ হাজার), গাঁজা-০২ কেজি, যাহার মূল্য অনুমান (০২ঢ২০০০)= ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা সহ ০১ জন মোঃ জাহাঙ্গীর আলম (৫০), পিতা-মৃত রওশন খন্দকার, সাং-প্রাগপুর (মহাজের পাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Posted ৫:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)