কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার-২
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল অদ্য ১২ মার্চ ২০২১ ইং তারিখ সময় ১৪.১৫ ঘটিকায় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন বাড়াদী ২নং কেনাল রোড গ্রামস্থ জনৈক মোঃ মনির হোসেন এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা-১৫০ পিছ, যার আনুমানিক মুল্য অনুমান (১৫০ঢ৫০০)=৭৫,০০০/- (পঁচাত্তর হাজার), মোবাইল ফোন-২টি, সীমকার্ড-০৩ টি ও নগদ ১০০০/- (এক হাজার) টাকা সহ ০২ জন আসামী ১। মোঃ মেহেদী হাসান (২৬), পিতা-মোঃ মহিদুল ইসলাম, সাং-জুগিয়া দর্গাপাড়া ২। মোঃ রুবেল (২৯), সাং-বাড়াদী (কানা বিলের মোড়), পিতা- মৃত জিলাল হক, উভয় থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়াদ্বয়’কে গ্রেফতার করা হয়। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Posted ১:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১২ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor