কুষ্টিয়ায় র্যাবের অভিযানে পেথিডিন ইঞ্জেকশন সহ গ্রেফতার-১
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ২১ মার্চ ২০২১ ইং তারিখ সময় ১৬.০০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুষ্টিয়া পৌরসভাস্থ ৩৩/৪৫ আজিজুল জলিল সড়ক সদর হাসপাতল গেট সংলগ্ন মেরিন ফার্মেসী এর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পেথিডিন ইঞ্জেকশন-৭৮ পিছ, যাহার আনুমানিক মুল্য অনুমান (৭৮ঢ২০০)= ১৫৬০০/- টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০১টি সহ ০১ জন আসামী মোঃ আশিক হাসান @প্লাবন (২৮) পিতা-মোঃ আব্দুল হান্নান, সাং-থানা পাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Posted ৩:২৮ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor