র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০৩ এপ্রিল ২০২১ ইং তারিখ সময় ১৩:৪৫ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন কান্তিনগর বোয়ালদহ গ্রামস্থ ওহাভ ষ্টোর এর সামনে ইটের হিয়ারীং রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ট্যাবলেট-৮৮ পিছ, যাহার আনুমানিক মুল্য অনুমান (৮৮ী৫০০)= ৪৪০০০/- (চুয়াল্লিশ) টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০১টি ও নগদ ১৪৯০/- টাকা সহ ০১ জন আসামী মোঃ তৌহিদুল ইসলাম @ তুহিন (২২), পিতা-কালাম মোল্লা, সাং-কান্তিনগর বোয়ালদহ, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া ’কে গ্রেফতার করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor