কুষ্টিয়ায় র্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক- ১
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০৫ এপ্রিল ২০২১ ইং তারিখ সময় ১৩:১৫ ঘটিকার ‘‘রাজবাড়ী জেলার পাংশা থানাধীন পৌরসভাস্থ রশিদ মোড় সংলগ্ন মোঃ আজাদ শেখ এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট-১৩৩০ পিছ, যাহার আনুমানিক মুল্য অনুমান (১৩৩০ী২০০)= ২,৬৬,০০০/- (দুইলক্ষ ছেষট্টি হাজার) টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০২টি সহ ০১ জন আসামী মোঃ আনোয়ার হোসেন (৪০), পিতা মোঃ আঃ রশিদ শেখ, সাং-গুদিবাড়ী, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী’কে গ্রেফতার করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলা পাংশা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে রাজবাড়ী জেলার পাংশা থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor