কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক ১
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০৬ এপ্রিল২০২১ ইং তারিখ সময় ১৬:৩০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন চকরগোয়া পশ্চিম পাড়া গ্রামস্থ জনৈক মোঃ নজরুল ইসলাম এর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ট্যাবলেট-১৭১ পিছ, যাহার আনুমানিক মুল্য অনুমান (১৭১ী৫০০)=৮৫,৫০০/-(পচাশি হাজার পাচশত) টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০১টি সহ ০১ জন আসামী মোঃ খাইরুল ইসলাম (৪০), পিতা-মৃত আতর আলী, সাং-মনোহরপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ২:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor