কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক ১
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০৮ এপ্রিল ২০২১ ইং তারিখ সময় ১৫.৩০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন দাইর পাড়া সাকিনস্থ রাকিবের টং চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ট্যাবলেট-৭৫০ পিছ, যাহার আনুমানিক মুল্য অনুমান (৭৫০ী৫০০)=৩,৭৫,০০০/-(তিনলক্ষ পঁচাত্তর হাজার) টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০২টি, নগদ-৫২০০/-টাকা সহ ০১ জন আসামী মোঃ শিপন আলী (২৫), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-দাইরপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ২:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor