র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ১৫ এপ্রিল ২০২১ ইং তারিখ সময় ১৩:৩০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ আমলাপাড়া স্পোটিং ক্লাবের সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দেশি মদ-৭৫০মিঃলিঃ,বিয়ার-৩ পিচ, যাহার আনুমানিক মুল্য অনুমান ৩৯০০/-(তিনহাজার নয়শত) টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০১টি সহ ০১ জন আসামী আসামী গোপাল চন্দ্র সরকার @ গোপেন (৬০), পিতা-মৃত-তারাপদ সরকার, সাং-আমলাপাড়া (বড় বাজার), থানা-সদর, জেলা-কুষ্টিয়া গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ১০:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor