নিজস্ব প্রতিবেদক
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ২৩ মে ২০২১ ইং তারিখ সময় ১৪.৩০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন কমলাপুর গ্রামস্থ কমলাপুর মিয়া পাড়া নতুন ঈদগাহ ময়দানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে গাঁজা ০৬ কেজি ৭৭ গ্রাম (ছয় কেজি সাতাত্তর) গ্রাম। যাহার মূল্য অনুমান ১,৩৫,৪০০/- (এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশত) টাকা, সহ ০১ জন ধৃত ও পলাতক আসামী ১। মোঃ জালাল (৩৫), পিতা-মৃত মোতলেব শেখ, সাং-কমলাপুর রুমীপাড়া, থানা- খোকসা, জেলা-কুষ্টিয়া’কে থানায় হাজির করতঃ পলাতক আসামী ২। অন্তর (৩২), পিতা-মোতালেব, ৩। মোঃ বাবু শেখ (৪৫), পিতা মোঃ কাশেম, ৪। মোঃ নয়ন (২২), পিতা মোঃ বাবু শেখ, সর্ব সাং-কমলাপুর রুমীপাড়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া ’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার খোকসা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার খোকসা থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)