সিনিয়র করেসপন্ডেন্ট
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০২ জুলাই ২০২১ ইং তারিখ সময় ১৩.৩০ ঘটিকার সময় , ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ কালীশংকরপুর সোনার বাংলা মোড়স্থ মিন্টু স্টোরের সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হেরোইন-১৩ গ্রাম।
যাহার মূল্য অনুমান ৫২,০০০/- (বায়ান্ন হাজার ) টাকা ও মোবাইল ফোন-০১ টি, সীমকার্ড-০২ টি সহ ০১ জন আসামী মোছাঃ তানজিলা খাতুন (৩০), স্বামী-মৃত ফরিদ আলী, সাং-আড়ুয়াপাড়া, বর্তমান সাং- মোল্লাতেঘড়িয়া জনৈক মোঃ আসাদের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Posted ২:১০ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)