কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন আসামী গ্রেফতার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল গত ২৮ আগস্ট ২০২১ ইং তারিখ সময় রাত ০৯.০৫ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড় আইলচারা গ্রামস্থ বড় আইলচারা বাজার জামে মসজিদ এর দক্ষিন পাশের্^ পাকা রাস্তার উপর’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট-৭০০ (সাতশত) পিছ, যাহার মূল্য আনুমানিক ১,৭৫,০০০/- (একলক্ষ পঁচাত্তর হাজার) টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০২টি, নগদ-১৫০০/- (পনেরশত টাকা) সহ ০২ জন আসামী ১। ইকরামুল হক (২০), পিতা মোঃ নজরুল ইসলাম, ২। আসামী মোঃ সাকিব আহমেদ(১৯), পিতা-আক্কাস মন্ডল, উভয় সাং-চিথলিয়া, উভয় থানা- মিরপুর, জেলা-কুষ্টিয়াদের’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহতি রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Posted ৮:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor