র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল আজ বিকেল ১৭.২০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন নতুন চিলমারী সাতের মোড় গ্রামস্থ সিদ্দিক আলমের বসত বাড়ীর সামনে কাচা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ফেন্সিডিল ১৫ বোতল, ইয়াবা ট্যাবলেট-১০০ পিচ, গাঁজা-০১ কেজি এবং ভারতীয় মদ-১১ বোতল সহ ০১ জন আসামী মোঃ সিদ্দিক আলম (৩৫), পিতা-মোঃ মজিদ শিকদার, সাং-সাতের মোড় নতুন চিলমারী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার -দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ২:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor