কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত সর্বহারা সংগঠন গনমুক্তিফৌজের প্রধান মুকুলের সহযোগী শীর্ষ সন্ত্রাসী ইমরান শেখ ইমন (৩৩)কে আটক করেছে র্যাব-১২।
এ সময় র্যাব-১২ তার অফিস তল্লাশী করে বিদেশী পিস্তল, গুলি ও বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করে।
গতকাল রাতে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান এর নেতৃত্বে একটি অভিযানিক দল কুষ্টিয়ার মজমপুরে অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ইমরান শেখ ইমন কে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করে।
আটককৃত ইমন কুষ্টিয়া বাবর আলী গেটের সামসুজ্জামানের পুত্র। ইমনের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় হত্যা সহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত সহ আটককৃত ইমনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।
Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)