র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ১৩ ফেব্রæয়ারি ২০২০ ইং তারিখ সকাল ১০.৪৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বড় গাংদিয়া গ্রামস্থ জনৈক মোঃ রবিউল মিলিটারি এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাজা-০১ কেজি, যাহার আনুমানিক মুল্য অনুমান (১ঢ২০০০০)=২০০০০/- হাজার টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড- ০১টি ও নগদ ৫৫০/- টাকা সহ ০১ জন আসামী মোঃ মাহাবুব মন্ডল (৩২), পিতা-মৃত-আবুল মন্ডল, সাং–গোপিনাথপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Posted ১২:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor