কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি চৌকষ অভিযানিক দল ৩০ জানুয়ারি ২০২০ ইং তারিখ বিকাল সাড়ে ৫ টার সময়“কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন মহিষাডারা গ্রামস্থ জনৈক মোঃ মিলন, পিতা-মৃত আপেল আলী এর বাঁশ বাগানের ভিতর একদল মাদক ব্যবসায়ী অস্ত্র এবং মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী ওয়ান শুটার গান-০১ টি, কার্তুজ -০৫রাউন্ড, হাসুয়া -০১টি , মোবাইল ফোন-০২টি, সীমকার্ড-০৪টি ও ফেন্সিডিল-৮২ সহ আসামী ১। মোঃ শামসুল ইসলাম (৩৯), পিতা-মৃত ছমির শেখ,২। মোঃ সুমন আলী (৩৪), পিতা-মোঃ আঃ জব্বার, উভয় সাং-মহিষাডারা, থানা ভেড়ামারা,কুষ্টিয়াদ্বয়’কে গ্রেফতার করে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় ২টি পৃথক পৃথক (একটি অস্ত্র এবং একটি মাদক) মামলা দায়ের করে র্যাব এবং গ্রেফতারকৃতআসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করে। এ বিষয়ে র্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান বলেন,এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ।
Posted ১:০৩ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor