র্যাব-১২, সিপিস-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ
অভযািনক দল অদ্য ০৬ জুন ২০২১ ইং তািরখ সময় ১৫.০৫ ঘিটকার সময় কুষ্টিয়া জেলার সদর
থানাধীন নিশান মোড়স্থ বাইতুল উলুম মিহলা মাদ্রাসা এর সামেন পাঁকা রাস্তার উপর’’একিট
মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান হেরোইন-৪৬ পুিরয়া। যাহার মূল্য অনুমান
১৬,০০০/- (ষোল হাজার) টাকা ও মোবাইল ফোন-০২ টি, সিমকার্ড-০৪ টি সহ ০১ জন ত আসামী
১। েমাঃ জাহাঙ্গীর কিবর (৩৮), পিতা মোঃ মহিসন কিবর, সাং-হিরপুর বোয়ালদাহ, ২। মোঃ রিপন
(২২), পিতা-মৃত তসিলম, সাং- কালীশংকরপুর, উভয় থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা
হয়। পরবর্তীেত উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদ্বেয়র বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায়
একিট মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায়
সাোপর্দ করা হয়েছে।
Posted ৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুন ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)