নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া সদর থানাধীন রুপনগর আর্দশপাড়ায় র্যাব-১২ অভিযান। মাদকদ্রব্য সহ আটক-
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ২৮ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ বিকেল ৪.৫০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন রুপনগর আর্দশপাড়া ঢাকা রোডস্থ জনৈক কাশেম এর বাড়ীর সামনে গলির রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এর পেন্টাডল-১০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট ৭২ পিচ, এবং এর টেপেন্টা-১০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট ৭৮ পিচ, মূল্য অনুমান ৩০,০০০/-, মোবাইল ফোন-০২টি, সীমকার্ড-০৩ ও নগদ ৩০০/- টাকা সহ ০২ জন আসামী মোঃ সুমন উদ্দিন (২৬), পিতা-মৃত তসলেম উদ্দিন ও মোছাঃ ডালিম বেগম (৪৫), পিতা-মৃত তসলেম উদ্দিন, উভয় সাং-কালী শংকরপুর, (বর্তমান ঠিকানাঃ-রুপনগর আর্দশপাড়া, ঢাকা রোড, জৈনক কাশেম এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জেলা-কুষ্টিয়াদ্বয়’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)