নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার খোকসা উপজেলায় নাবালিকা (১৪) নামে এক স্কুলছাত্রীকে অপহরণ মামলায় অভিযুক্ত সাইদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে করেছে পুলিশ।সোমবার (৩১ আগস্ট) দুপুরে সাইদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার সাইদুল একই উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া এলাকার আব্দুল ওহাবের ছেলে।
মেয়েটির বাবা জানান, গত ১২ আগস্ট প্রেমের ফাঁদে ফেলে তার মেয়ে নাবালীকাকে অপহরণ করেন প্রতিবেশী দুই সন্তানের জনক সাইদুল ইসলাম।
এ ঘটনায় সেদিনই খোকসা থানায় সাইদুলকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন তিনি। পরে রোববার (৩০ আগস্ট) রাতে সাইদুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ এবং ওই বাড়ি থেকে তার মেয়েকে উদ্ধার করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, রোববার রাতে নিজ বাড়িতে আত্মগোপনে থাকা অভিযুক্ত সাইদুলকে গ্রেফতার করাসহ অপহৃত ওই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে সাইদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Posted ৮:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)