কুষ্টিয়ার মিরপুর থানার বহলবাড়ীয়া ইউনিয়নের বহলবাড়ীয়া গ্রামের সোহরাব আলীর পুত্র দুর্জয় (২০) এবং একই এলাকার লালন বিশ্বাস ওরফে লালুর পুত্র ইমরান (১৯) কে সপ্তম শ্রেণির ছাত্রীকে রাতভর ধর্ষণের অভিযোগে আটক করেছেন মিরপুর থানা পুলিশ।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অনেক দিন ধরে প্রেমের প্রলোভন দেখিয়ে কোন লাভ না হলে বিয়ের প্রস্তাব দেয় । যা মেয়ের পরিবারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করে ।
৯ নভেম্বর রাতে সুকৌশলে বিয়ের প্রস্তাব দিয়ে আনুমানিক ১১ টার পর সময় মোবাইলের মাধ্যমে বাড়ির পাশে ডেকে মাঠের মধ্যে নিয়ে যায় এবং ইমরানের সহযোগীতায় রাতভর ধর্ষন করে ফেলে চলে যায় । ধর্ষিতা কোন মতে বাড়িতে এসে বিষয়টি পরিবারকে খুলে বললে মিরপুর থানায় ঐ মেয়ের চাচা লালন প্রামাণিক বাদী হয়ে মামলা দায়ের করেন যাহার নং ০৭ (১১/১১/২০২০)।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা প্রতিদিনের কুষ্টিয়া কে জানায়, অভিযোগের প্রেক্ষিতে মিরপুর থানা পুলিশ মঙ্গলবারে তাদের ২ জনকে আটক করেন এবং বুধবার জেলা কারাগারে প্রেরণ করে ।