সোমবার | ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক, সাপ্তাহিক ইস্পাত পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা ওয়ালিউল বারী চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় পৌর গোরস্থানে জানাযা শেষে ফুফুর কবরে তাকে সমাহিত করা হয়।


জানাযা পূর্ব রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব ওনার প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত সদর এসিল্যান্ড নাহিদ হাসান খান, কুষ্টিয়া মডেল থানার ইনচার্জ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাজী রফিকুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলার সাবেক কমান্ডার মোশাররফ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রশিদ চৌধুরী, বিশিষ্ঠ গবেষক প্রফেসর ডঃ আবুল আহসান চৌধুরীসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ও জেলার সুধিজন।

জানাযা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমকে পুস্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।


উল্লেখ্য শনিবার সন্ধা ৭টায় কলম সৈনিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী বার্ধক্যজনিত কারনে ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেন।তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও ১ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ষীয়ান সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুক্তাঞ্চল থেকে প্রকাশিত সর্বপ্রথম পত্রিকা ‘স্বাধীন বাংলা’র সম্পাদক ও স্বাধীনতাপূর্ব সাপ্তাহিক ‘মশাল’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন।


Facebook Comments Box

Posted ৮:১২ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!