কুমারখালি প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় রাবেয়া কাউনটারের সামনে ২৭ অক্টোবর রাত ৭ টা ৩০ মিনিটের সময়, নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের মৃত আব্দুল্লা পুত্র হাতেম( ৬৫) রাস্তা পারাপার হওয়ার সময় নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায় কুষ্টিয়া থেকে আসা রাজবাড়ী অভীমুখী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যায় হাতেম। এই সময় ট্রাকটি পালিয়ে যায়।
বিষয়টি কুমারখালী থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান নিশ্চিত করে প্রতিদিনের কুষ্টিয়া নিউজ কে বলেন, আজ রাত ৭ টার ৩০ দিকে হাতেম নামক এক ব্যাক্তি বাইসাইকেল যোগে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই হাতেম মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Posted ৪:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)