কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি ইকবাল আটক
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র অভিযানে ২ কেজি গাজাসহ ১ জনকে গ্রেফতার করেছে। জানা যায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরির্দশক জি এম হাফিজুর রহমানের নেতৃত্বে গতকাল ২৩ শে আগস্ট সোমবার বিকাল সাড়ে ৩ টার সময় দৌলতপুর থানাধীন চর সাদিরপুর গ্রামে
গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন(৩৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকবাল হোসেন দৌলতপুর উপজেলার সাদিরপুর গ্রামের মুনছুর উদ্দিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইকবাল দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং আসামীকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
Posted ৩:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor