মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়া আবাসিক এলাকায় বিড়ি কারখানা, গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

কুষ্টিয়া আবাসিক এলাকায় বিড়ি কারখানা, গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

দৌলতপুর উপজেলার আল্লারদর্গা আবাসিক এলাকায় বিড়ি কারখানা, গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী।

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গার হলুলবাড়ীয়া, এলাকায় অবস্থিত আকিজ বিড়ি কারখানায় করোনা ভাইরাসের ঝুঁকি রয়েছে বলে দাবি করেছে এলাকাবাসী। কারখানাটি এলাকাবাসীর জন্য শুধু ঝুঁকিপূর্ণ ও বিড়ম্বনারই নয়, রীতিমতো পরিণত হয়েছে মৃত্যুফাঁদে! কারখানার ঝাঁঝালো বিষাক্ত গন্ধে অসুস্থ্য হয়ে পড়ছেন মানুষজন।


কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গাতে আবাসিক এলাকায় আকিজ বিড়ি ফ্যাক্টরি গড়ে ওঠায় সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

কারখানাটির বায়ু ও শব্দ দূষণে সাধারণ মানুষ অতিষ্ঠ। নানা রোগে তারা আক্রান্ত হচ্ছেন। ঘনবসতিপূর্ণ এলাকায় আকিজ বিড়ি ফ্যাক্টরিটি চললেও এলাকাবাসী কোনো প্রতিকার পাচ্ছেন না।

সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা কারখানার ধোঁয়ার দুর্গন্ধের ও তামকের ডাস্ট পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ক্ষেতখামার, আবাসিক স্থান, শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান তামাকের ডাস্টে ছেঁয়ে যায়।


গ্রামটিতে গিয়ে দেখা গেছে, কারখানার পাশ ঘেঁষে প্রতিষ্ঠিত হালিমা বেগম একাডেমি কারখানার তামাকের মিস্কারের অতিষ্ঠ ঘন্ধে কারণে প্রায় দুহাজার লোকজন বাসায় ঠিক মত থাকতে পারছে না। এমন অবস্থায় অনেক সময় রুমের দরজা বন্ধ করে রুমের ভিতরে বসে থাকে।

মো. স্বপন মাহমুদ বলেন, কারখানাটি একেবারে ঘনবসতিপূর্ণ এলাকায়। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানাটি চালু থাকায় তামাকের মিস্কারের গন্ধে ভরে যায় পুরো এলাকা।


উত্তরের বাতাসের সঙ্গে কারখানার তামাকের মিস্কারের গন্ধে অনেক জন অসুস্থ হয়ে পড়ে। তাদের দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে। কারখানাটি তিনি বন্ধের দাবি জানান।

এ বিষয়ে শাহীন আহমেদ বলেন, কারখানাটির কারণে এলাকার পরিবেশ নষ্ট হতে বসেছে। এর ধোঁয়া ও ছাইয়ের কারণে আশপাশের গাছে ফুল ও ফল কম ধরছে। কারখানাটি বন্ধে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

Posted ২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!