জাতীয় অনলাইন প্রেসক্লাবের কুষ্টিয়া জেলা শাখা কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের ৩২ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী দুই বছর কার্যক্রম পরিচালনা করার জন্য জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল আলম স্বপনের উপদেশনায় জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক আকতার হোসেন চৌধুরী ও সদস্য সচিব প্রযুক্তিবিদ রোকমুনুর জামান রনি এই কমিটি অনুমোদন দিয়েছেন ।
জাতীয় অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেছেন কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহা. শাহ আলম রেজা ও সাধারন সম্পাদক মো: নাজমুল হোসেনের বলিষ্ট নেতৃত্বে কুষ্টিয়ার অনলাইন সাংবাদিকদের একটি শক্তিশালী প্লাটফরম তৈরী হবে। সেই সাথে কুষ্টিয়ার বারের সিনিয়র আইনজীবী এ্যাড. রফিকুল ইসলাম সবুজ ও কুষ্টিয়ার উদিয়মান তরুন সাংবাদিক গড়াই নিউজ ২৪ ডটকম-এর প্রকাশক ও সম্পাদক, দৈনিক প্রতিজ্ঞা’র ভারপ্রাপ্ত সম্পাদক ও রেডিও জট্টিল-এর সিইও আতিকুজ্জামান ছন্দ উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। এবং অনলাইন প্রেসক্লাব পরিচালনায় তারা উপদেশ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এ প্রত্যাশা তাদের। কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের পাশে থেকে জাতীয় অনলাইন প্রেসক্লাব সবরকম সহযোগিতা করে যাবে । মোহাঃ শাহ আলম রেজা সভাপতি বিশেষ প্রতিনিধি সিএন বাংলা টেলিভিশন ও শেখ নাজমুল হোসেন সাধারন সম্পাদক সম্পাদক ও প্রকাশক সংযোগ২৪.কম সহ অন্যরা হলেন, ডাঃ কামরুল ইসলাম মনা সিঃ সহ সভাপতি ভেড়ামারা প্রতিনিধি দৈনিক আমাদের সময়, আবু দাউদ রিপন সহ সভাপতি কুমারকালী প্রতিনিধি গ্রীন টিভি.কম, আসাদুজ্জামান রনি সহ সভাপতি সম্পাদক ও প্রকাশক আরএস নিউজ২৪.কম, বকরুল ইসলাম সহ সভাপতি স্টাফ রিপোর্টার বিজয় নিউজ ২৪ ডটকম, সুমন মাহমুদ সহ সভাপতি মিরপুর প্রতিনিধি প্রতিদিনের কুষ্টিয়া, এস মােহাম্মদ আলী সিদ্দিকী সহ সভাপতি সিঃ স্টাফ রিপোর্টার সময়ের কাগজ, সোহেল রানা যুগ্ম সাধারন সম্পাদক সম্পাদক ও প্রকাশক সোনালীনিউজ কুষ্টিয়া, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ভেড়ামারা প্রতিনিধি জয়যাত্রা টিভি, ফরহাদ আমির টিপু যুগ্ম সাধারন সম্পাদক কুমারখালী প্রতিনিধি যায়যায় দিন, মোঃ খালিদ হাসানরিংকু সাংগঠনিক সম্পাদক সম্পাদক ও প্রকাশক প্রতিদিনের কুষ্টিয়া, অনিক আহমেদ কোষাধ্যক্ষ সম্পাদক ও প্রকাশক সাউথইষ্ট ২৪.কম, রাজ্জাক মাহমুদ রাজ দপ্তর সম্পাদক ইবি প্রতিনিধি বিজয় নিউজ ২৪ ডটকম, জিএম মনির তথ্য ও গবেশনা সম্পাদক কুমারখালী প্রতিনিধি অপরাধ অনুসন্ধান, রেজাউল হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক স্টাফ রিপোর্টার বিজয় নিউজ ২৪ ডটকম, রুহুল আমিন সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শহর প্রতিনিধি বিজয় নিউজ ২৪ ডটকম, নাজমুস সাকিব শুভ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বার্তা সম্পাদক সংযোগ ২৪.কম, কেএম সিদ্দিকুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক কুমারখালী প্রতিনিধি বিজনেস ফাইল, তামজিদ বিশ্বাষ তনু যুব ও ক্রীয়া সম্পাদক সি:স্টাফ রিপোর্টার গড়াই নিউজ২৪.কম, শামীমা ইয়াসমিন মহিলা বিষয়ক সম্পাদক ভেড়ামারা প্রতিনিধি গ্রামীন নিউহ২৪.টিভি,শাহরিয়ার সৌরভ নির্বাহী সদস্য স্টাফ রিপোর্টার সংযোগ২৪.কম, মাসুদ রানা লেবু নির্বাহী সদস্য স্টাফ রিপোর্টার ডেউলি সাগরখালী.কম,শামীম আসরাফ নির্বাহী সদস্য দৌলতপুর প্রতিনিধি প্রতিদিনের কুষ্টিয়া, গোলাম কিবরিয়া জীবন নির্বাহী সদস্য স্টাফ রিপোর্টার প্রতিদিনের কুষ্টিয়া,আনোয়ার পারভেজ শান্ত নির্বাহী সদস্য ভেড়ামারা প্রতিনিধি দৈনিক প্রবাহ.কম খালিদ সাইফুল নির্বাহী সদস্য জেলা প্রতিনিধি মেঘনা টিভি, তৌকির আহমেদ নির্বাহী সদস্য জেলা প্রতিনিধি এসআর ২৪.কম, হৃদয় রায়হান নির্বাহী সদস্য জেলা প্রতিনিধি নেক্সন নিউজ ২৪.কম, ইয়াসির আরাফাত মিখÍা নির্বাহী সদস্য জেলা প্রতিনিধি দি সকাল বিকাল .কম, রেজা আহমেদ জামান নির্বাহী সদস্য খলিসাকুন্ডি প্রতিনিধি দৈনিক সময়ের দিগন্ত মোঃ জরিফ সর্দ্দার নর্বাহী সদস্য শহর প্রতিনিধি বিজয় নিউজ ২৪ ডটকম।
Posted ৪:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor