কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই জুন ৬ দফা দিবস পালিত হয়। প্রথমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে (কুষ্টিয়া সরকারি কলেজের সামনে) কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এরপর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। বক্তব্য রাখেন সহ-সভাপতি, জেলা পরিষদ কুষ্টিয়ার চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহিদ হোসেন জাফর, শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, আলহাজ্ব মতিয়ার রহমান মজনু, চৌধুরী মুরশেদ আলম মধু, হাবিব উল্লাহ, নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক স্বপন কুমার ঘোষ, কোষাধ্যক্ষ অজয় সুরেকা, দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মানিক কুমার ঘোষ, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, তথ্য ও গবেষনা সম্পাদক হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মমিনুর রহমান মমিজ, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদিকা শিলা বসু প্রমুখ।
Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুন ২০২১
protidinerkushtia.com | editor