কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ২১আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত
“সামাজিক দূরত্ব বজায় রাখি, স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনাকে জয় করি” ম্লোগানের মধ্যদিয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ২১আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া করেছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ।
শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, জাহিদ হোসেন জাফরসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচারের রায় কার্যকরের দাবি জানান।
পরে ১৫ই আগষ্ট ও ২১ শে আগষ্ট নিহত সকল নেতাকর্মীর বিদেহী আত্মা শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor