কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া প্রেস ক্লাব- কেপিসি’র কাঙাল হরিনাথ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির কনভেনর রাশেদুল ইসলাম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক জামিল হাসান খান খোকন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাধারন সম্পদক সোহেল রানা, বিএফইউজের কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজা আক্তার ডিউ। সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মাহমুদ হাসান। বক্তব্য রাখেন, কেপিসির নির্বাহী সদস্য ইসমাইল হোসেন, ডিপিসির সাধারন সম্পাদক ফিরোজ কায়সার, দৌলতপুর বার্তার সম্পাদক সেলিম রেজা, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, নির্বাহী সম্পাদক রাকিব হাসান, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি হাফিজুর রহমান জীবন, দৈনিক ঢাকার ডাকের জেলা প্রতিনিধি ইমরান হাসান পাপ্পু, ভেড়ামারা প্রেসক্লাবের সহ সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, মিরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি হাসানুর রহমান তাপস, বিএমএফ টিভির জেলা প্রতিনিধি ওয়ালিদুজ্জামান শুভ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মাহমুদ হাসান (নিউজ অব ভিউজ), সহ সভাপতি ইসমাইল হোসেন (সময়ের আলো), তৌফিক তপন ( অনুসন্ধান), জাহাঙ্গীর খান ( জেকে নিউজ), শাহ আলম রেজা ( অনন্য বার্তা), জাহিদুল হক ডন (মায়া টিভি), সাধারন সম্পাদক সালমান শাহারিয়ার রাজু ( পদ্মা গড়াই), যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ কায়সার (সীমান্ত টিভি), ইমরান হাসান পাপ্পু (ঢাকার ডাক), হাফিজুর রহমান জীবন (গণমুক্তি), মনোয়ার হোসেন মারুফ ( তিস্তা নিউজ), এনামুল হক রাসেল (বিডিরিপোর্ট), ফয়সাল চৌধুরী রিপন ( একাত্তর ট্রিবিউন), রাশিদুজ্জামান রাসেদ ( গণশক্তি), সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান ( ইবি), চাঁদ আলী ( সদর), ওমর ফারুক ( ভেড়ামারা), খালিদ হাসান রিংকু (দৌলতপুর), হাসানুর খান (মিরপুর), এম এ ওহাব ( কুমারখালী), ফিরোজ হোসেন ( খোকসা), ফজলুল করিম টুটুল ( বার্তাবাজার), কোষাধ্যক্ষ ওয়ালিদুজ্জামান শুভ( বিএমএফ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল (আজাদী কন্ঠ), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ (ইনসাফ), শিক্ষা ও গবেষণা সম্পাদক হাদিউজ্জামান ( মুক্তমঞ্চ), গণসংযোগ সম্পাদক আনিসুর রহমান আনিস (বঙ্গজননী), সাহিত্য ও নাট্য সম্পাদক রাসেল রানা (ডোনেট বাংলাদেশ), সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হক বাদল, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ( জনতার কন্ঠ), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাকিব হাসান, ক্রীড়া সম্পাদক রাসেল হাসান ( শিকল), সাংস্কৃতিক সম্পাদক এস এম সুমন (প্রত্যয়), তথ্য সম্পাদক সুমন মাহমুদ ( সংবাদ সংযোগ, আইন সম্পাদক অরন্য মুর্শেদ ( যুগবার্তা), ধর্মীয় সস্পাদক সাইফ উদ্দিন আল আজাদী ( আজাদী কন্ঠ), সহ প্রচার সম্পাদক আকরাম হোসেন (রাসেল কন্ঠ)। সদস্যবৃন্দঃ রাশেদুল ইসলাম বিপ্লব ( বাংলাদেশ বেতার), জামিল হাসান খান খোকন (নিউজ24 টিভি), সোহেল রানা ( জিটিভি ও যায়যায়দিন), মিলন উল্লাহ (সিটিনিউজ), আফরোজা আক্তার ডিউ (নিউনেশন), সেলিম বার্তা (দৌলতপুর বার্তা), আব্দুল হামিদ( ইউএস বাংলা), মাসিদুল ইসলাম মানিক ( দৌলতপুর নিউজ), নওশাদ আলী (ডেসটিনি), রানা সিদ্দিক ( দেশের পত্র), সম্রাট আলী ( সোনালী নিউজ), জহুরুল হক ( কুষ্টিয়ার আলো), কাজী আব্দুল্লাহ মাহফুজ ( নিউজবিডি), হারুন অর রশীদ নিহাদ ( অনন্য বার্তা), আলী আজগার সবুজ (নিউজ ওয়ান), অনিক আহমেদ (সাউথ ইস্ট ডটকম), গোলাম কিবরিয়া জীবন (ডিবিবার্তা), আশিক ইসলাম ( জেকে নিউজ), খন্দকার নাঈম ( আরশীনগর ডটকম), জাহাঙ্গীর আলম রানা ( স্বাধীন সংবাদ), রুহুল আমিন পিয়াস ( আলোকিত সকাল), আনিসুর রহমান মানিক, মাসুদুর রহমান ( নিউজ সময়), নাজমুল ইসলাম( বার্তা প্রবাহ), ইয়াসির রহমান স্বাধীন ( কাঙাল কন্ঠ), পারভেজ আজীম তপু, আরিফ খন্দকার, আরিয়ান সাকিব ( চ্যানেল প্রত্যয়), শাহারিয়ার রাব্বি, আশরাফুল ইসলাম ( ভোরের চেতনা), চঞ্চল হোসেন ( সীমান্ত টিভি), রুবেল রানা (এপিএসনিউজ), আজিজুর রহমান (অথেনটিক), আমির হামজা (ঢাকা নিউজ লাইন), জালাল উদ্দিন খোকন ( দেশতথ্য), আরিফুল ইসলাম শাকিল (কেপিসি নিউজ), সোলাইমান হোসেন সুমন ( আরশীনগর), মেহেদী হাসান (জাগরণ সংবাদ), আলমগীর হোসেন ( স্বদেশ বার্তা), নছিব উদ্দিন ( শিক্ষা টিভি), হীরা রেজা ( চৌকস টিভি), নুর আলম পাপ্পু ( পদ্মা গড়াই)সহ ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়।
Posted ৫:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor