কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বঙ্গবন্ধু সুপার মার্কেটে অবস্থিত কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভার আয়োজন করেন বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া জেলা শাখা।
উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ আতিকুর রহমান অনিক ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ।
উক্ত সভায় বক্তব্য দেন- কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ আতিকুর রহমান অনিক, বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেজ সহ জেলা ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ সহ কুমারখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, কুমারখালী উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, খোকসা উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দ, ভেড়ামারা উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দগণ।
বর্ধিত সভায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগসহ জেলা ছাত্রলীগের অন্তর্গত কলেজ শাখা, উপজেলা ও পৌর শাখার প্রতিটি ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।