২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় ৫৫০টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে আতঙ্ক ছড়িয়েছিল জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।বি,এন,পি, জামাতের স্বাধীনতা বিরোধী রা।
এতে দু’জন নিহত ও ১০৪ জন আহত হন। আজ এই হামলার ১৬ বছর।এই
হামলার পর ১৫৯ জনের নামে মামলার হয় এর মধ্যে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।আর বাকী আসামিরা জামিনে মুক্তি নিয়ে পলাতক আছে।
২০০৫ সালে দেশজুড়ে সিরিজ বোমা হামলাকে তারা ‘সাউন্ড ব্লাস্ট’ নামে আখ্যায়িত করেছে। যেসব স্থানে সিরিজ বোমা হামলা হয়েছে প্রতিটি জায়গায় তারা ‘ইসলামী আইন বাস্তবায়ন’ শিরোনামে লিফলেট ফেলে যায়। এছাড়া জেএমবি প্রতিষ্ঠার পর থেকে একের পর রক্তক্ষয়ী হামলা চালায়।
২০০১ সালের ২৮ সেপ্টেম্বর সাতক্ষীরার গুড়পুকুরের রক্সি সিনেমা হল ও সার্কাস মাঠে বোমা হামলা চালায় তারা। এরপর থেকে ২০১৩ সাল পর্যন্ত অন্তত অর্ধশত হামলায় জড়িত ছিল জেএমবি।
এসব হামলায় শতাধিক ব্যক্তি নিহত হন। জেএমবির হামলার মধ্যে রয়েছে ময়মনসিংহে সিনেমা হলে বোমা হামলা, নাটোরে বোমা হামলা। রাজধানীর গোপীবাগে সিক্স মার্ডার ও ফার্মগেটে মাওলানা ফারুকী হত্যায়ও জেএমবি জড়িত। ছিল বলে মনেকরেন, ত্র্যাডঃ শরীফ উদ্দীণ রিমন। দৌলতপুর উপজেলা আওয়ামীলীগে আয়োজিত। (১৭ আগস্ট২০২১)বিকাল,৩টার সময়
দৌলতপুর উপজেলা মরিচা ইউনিয়ান আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক , হাজী মোঃআসলাম আলীর, পরিচালনায়। দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক, এম,পি, আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরীর সভাপতিত্বে,এবং বাংলাদেশ আওয়ামীলীগ দৌলতপুর উপজেলা শাখা র বিপ্লবী সাধারণ সম্পাদক, ত্র্যাডঃ শরীফ উদ্দীন রিমন এর সঞ্চালায়। সঞ্চালক ত্র্যাডঃশরীফ উদ্দীন রিমন এসব কথা বলেন।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মী, মোঃসেলিম চৌধুরী, ত্র্যাডঃ নজরুল ইসলাম,মোঃ আক্তার হোসেন, মোঃ হবিবুর লস্কর, ডাঃ মোফাজ্জেল হক,মোঃ ফজলুল হক কবিরাজ, মোঃ মামুন কবিরাজ, ত্র্যাডঃ মির্জা আলম রিগান, মোঃগোলাম জাকারিয়া জাকির,মোঃ জায়েরুল ইসলাম,মোঃ ছান্নান মেম্বার, মোঃআসমত আলী মাষ্টার,মোঃ শহিদুল হালসানা,মোঃচাঁদ আলী,মোঃ শরিফুল ইসলাম,মোঃ নজিবুল হক মেলেটারী, মোঃ হাফিজ দেওয়ান, মোঃ জান মোহাম্দ, মোসাঃমারুফা ইয়াসমিন সুরভি, ত্র্যাডঃ আয়শা আক্তার, মোঃ জুলফিকার আলী সুমন, ত্র্যাডঃ ওয়ালিউল আলম শাওন,
এবং অনুষ্ঠানে সভাপতি আলহাজ্ব মোঃরেজাউল চৌধুরী তার বক্তব্যে বলেন বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী
সংগঠনটি দুর্বল হয়ে পড়লেও নিঃশেষ হয়ে যায়নি। কারাগারের বাইরে থাকা জঙ্গিরা এখনও গোপনে তৎপর হওয়ার চেষ্টা করছে। বলে মনে করেন।
Posted ৩:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor