কুষ্টিয়া প্রতিনিধি
সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার বড়বাজার এলাকায় গড়াই নদীর তীর সংলগ্ন পরিবেশবান্ধব ইকো পার্ক তৈরী করছে কুষ্টিয়া জেলা পরিষদ। রবিবার ৩১ জানুয়ারি বিকেলে পার্কটি পরিদর্শন করলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, ও তার সহধর্মীনী ফৌজিয়া আলম। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম। শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক এম এ মমীন মন্ডল প্রমূখ। উলেখ্য, পরিবেশের কথা বিবেচনা করে কুষ্টিয়ায় সুন্দর মনোরম পরিবেশে দৃষ্টিনন্দন একটি পার্ক তৈরীর পরিকল্পনা করেন কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ। পরিকল্পনা অনুযায়ী কুষ্টিয়া জেলা পরিষদ ইকো পার্ক নির্মানের জায়গা নির্ধারন করা হয় গড়াই নদীর তীর সংলগ্ন। প্রায় ২০ একর জায়গা জুড়ে পার্কের নির্মান কাজের পাশাপাশি লাগানো হয়েছে নানা জাতের ফুলের গাছ, পার্কের সামনে নদী ঘেষে লাগানো হয়েছে ফলের গাছ। ভেতরের বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন গোলচত্বর তৈরী করা হয়েছে। পুরো এলাকার জন্য রয়েছে পাকা সড়ক, প্রাচীরের পাশ ঘেষে লাগানো হয়েছে নানা প্রজাতির বৃক্ষ ও ফুলের গাছ। ইতিমধ্যে ছয় কোটি টাকার বেশি খরচ হয়েছে, পার্কটির নির্মান কাজের শুভ উদ্ধোধন হয়েছে চার বছর আগে শেষ হতে আরো কয়েক বছর সময় লাগবে বলে জানা যায়। বিকেল হলেই দুর দুরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা, শহরের মানুষগুলো স্থানটি বেছে নিয়েছে বিনোদনের জায়গা হিসেবে।
Posted ৪:৩০ অপরাহ্ণ | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)