আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন। ১৯৭৫ সালের এ দিনে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে ।
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ যথাযথ মর্যদায় পালন উপলক্ষে জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ সুপার কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম (বার),সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। অতপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান হয় এবং এক মিনিট নীরবতা পালন শেষে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় জেলা পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৬:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor