কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদের ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার লাইন ওয়ার থেকে মোঃ ইলিয়াস হোসেনকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পদে এবং কুষ্টিয়ার লাইন ওয়ার থেকে সৈয়দ আশিকুর রহমানকে কুষ্টিয়া জেলার খোকসা থানার অফিসার ইনচার্জ পদে বদলি করা হয়েছে।কুষ্টিয়া কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানকে কুষ্টিয়া ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ পদে এবং খোকসা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদারকে কুমারখালী থানার অফিসার ইনচার্জ পদে বদলি করা হয়েছে।কুষ্টিয়া সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর -২ মোঃ মনিরুল ইসলামকে কুষ্টিয়া সদর সার্কেলের পুলিশ পরিদর্শক এবং কুষ্টিয়া সদর সার্কেলের পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডুকে কুষ্টিয়া সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর -২ পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়া রিজার্ভ অফিস পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনিসুল ইসলামকে কুষ্টিয়া লাইন ওয়ার এবং জেলা গোয়েন্দা শাখার মোঃ জাহাঙ্গীর আরিফকে পুলিশ পরিদর্শক ভেড়ামারা সার্কেলে বদলি করা হয়েছে।কুষ্টিয়া ভেড়ামারা সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মোঃ মহিবুল ইসলামকে কুষ্টিয়া জেলা বিশেষ শাখায় এবং জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোঃ শহীদুজ্জামানকে রিজার্ভ অফিস পুলিশ পরিদর্শক পদে বদলি করা হয়েছে।শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোঃ শাহ আলমকে কুষ্টিয়া লাইন ওয়ার থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগের টিআই-১ পদে বদলি করা হয়েছে।
উল্লেখ্য,জনস্বার্থে বদলীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরি করা হবে বলে জানানো হয়েছে।
Posted ২:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ জুন ২০২১
protidinerkushtia.com | editor